খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল
গণতন্ত্রের মা, আপোসহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নাগরপুর উপজেলার সদরের চৌরাস্তার মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সদর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. মোহাম্মদ আবুল হাসান।
গণতন্ত্রের মা, আপোসহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নাগরপুর উপজেলার সদরের চৌরাস্তার মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সদর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. মোহাম্মদ আবুল হাসান।
What's Your Reaction?