খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বরিশালজুড়ে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই দলের নেতাকর্মীরা শোকে কাতর হয়ে পড়েন। তারা জড়ো হতে থাকেন দলীয় কার্যালয়ে। সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতাকর্মীরা। তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার মত একজন ন্যায় পরায়ন, দেশপ্রেমী নেত্রী আর আসবে না দেশে। তাকে হারিয়ে শুধু বিএনপি নেয়, অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে গোটা বাংলাদেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগরের সাবেক আহ্বায়ক আলী হায়দার বাবুল, স

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বরিশালজুড়ে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই দলের নেতাকর্মীরা শোকে কাতর হয়ে পড়েন। তারা জড়ো হতে থাকেন দলীয় কার্যালয়ে।

সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতাকর্মীরা। তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার মত একজন ন্যায় পরায়ন, দেশপ্রেমী নেত্রী আর আসবে না দেশে। তাকে হারিয়ে শুধু বিএনপি নেয়, অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে গোটা বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগরের সাবেক আহ্বায়ক আলী হায়দার বাবুল, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

এদিকে, বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগরসহ প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনায় প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম, দোয়া-মোনাজাত এবং শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা। বিবৃতিতে তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow