খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের শোক

বাংলাদেশের গণতন্ত্রের ‌‘অপরাজেয় নেত্রী’, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিএনপি পরিবারসহ মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের একটি বড় অংশ বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রবাসীদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং জাতীয় রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবেন। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় বিএনপি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও শোকের ছায়া নেমে এসেছে। জাতির এই কঠিন ক্রান্তিলগ্নে তার চলে যাওয়া হৃদয় ম

খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের শোক

বাংলাদেশের গণতন্ত্রের ‌‘অপরাজেয় নেত্রী’, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বিএনপি পরিবারসহ মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের একটি বড় অংশ বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রবাসীদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং জাতীয় রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবেন। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় বিএনপি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও শোকের ছায়া নেমে এসেছে। জাতির এই কঠিন ক্রান্তিলগ্নে তার চলে যাওয়া হৃদয় মানতে পারছি না। তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।

মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রবাসীদের দোয়া কামনা করেন।

এদিকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির বলেন, একজন আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়াসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতা পৃথক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow