খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের ধানুকা এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ও প্রভাবশালী নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক লড়াইয়ের অবসান ঘটিয়ে মঙ্গলবার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের আপোষহীন নেত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের ধানুকা এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ও প্রভাবশালী নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক লড়াইয়ের অবসান ঘটিয়ে মঙ্গলবার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। শত কষ্ট সহ্য করেও তিনি তার দলের নেতাকর্মীদের ছেড়ে কোথাও যাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। তার মৃত্যু আমাদের জন্য এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow