খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রামী ও নীতিবান একজন রাষ্ট্রনায়ক। তিনি উন্নয়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং শিক্ষা ও ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. কামরুজ্জামান লিটু বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রামী ও নীতিবান একজন রাষ্ট্রনায়ক। তিনি উন্নয়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং শিক্ষা ও ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. কামরুজ্জামান লিটু বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা সম্মানিত ও ভালোবাসার মানুষ ছিলেন। তিনি ছিলেন আধিপত্যবিরোধী আন্দোলনের এক অভিভাবকস্বরূপ নেতা।

অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ, ধৈর্য ও দেশপ্রেম আমাদের জন্য অনুসরণীয়।

আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার বলেন, আমি প্রশাসনিক ক্যাডারে চাকরি করার সুবাদে বেগম খালেদা জিয়ার ব্যয় সংকোচন নীতি, ন্যায়পরায়ণতা ও নিয়মানুবর্তিতা দেখেছি। 

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন নুরুল জান্নাহ জামে মসজিদের খতিব মো. খাইরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরিয়ান আশরাফ উদ্দিন আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow