খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের শিক্ষা কমিটির চেয়ারম্যান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টায় ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী ছিলেন। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি ছিলেন ‘মাদার অব ডেমোক্রেসি’ ও আপোষহীন নেতৃত্বের প্রতীক।তিনি আরও বলেন, বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও তিনি সিনিয়র নেতাদের মতামতকে গুরুত্ব দিতেন। বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, তার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের শিক্ষা কমিটির চেয়ারম্যান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টায় ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী ছিলেন। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি ছিলেন ‘মাদার অব ডেমোক্রেসি’ ও আপোষহীন নেতৃত্বের প্রতীক।

তিনি আরও বলেন, বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও তিনি সিনিয়র নেতাদের মতামতকে গুরুত্ব দিতেন। বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, তার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির খান এবং সঞ্চালনা করেন এমরান হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, বুড়িচং উপজেলার বিএনপি নেতা খোরশেদ আলম লাভলু, অ্যাড. এম এইচ ফারুক, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, আকরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, আবুল বাশার, বাদল, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, জয়নাল আবেদিন, গাজী মো. ইসরাফিল, বাকশীমূল ইউনিয়নের বিএনপির নেতা ফারুক হোসেন, এরশাদুল ইসলাম এরশাদসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেগম জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান এবং মিলাদ পরিচালনা করেন টাটেরা জামে মসজিদের খতিব নূর মোহাম্মদ নূরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow