খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল

9 hours ago 8

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কুয়ালালামপুর ব্রিকফিল্ড শাখা বিএনপির আয়োজনে এই মাহফিল হয়।

ইফতারের আগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস,এম,রহমান (তনু), সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, বিএনপির সিনিয়র নেতা আ. রহিম ভূঁইয়া।

jagonews24

ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ. আজিজ মোল্লা এবং সভা পরিচালনা করেন বাবু সরকার।

আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এসময় মালয়েশিয়া বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন, সহ-অর্থ সম্পাদক এম,এ,কালাম, বিলাল হোসেন, সাত্তারসহ বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেডএইচ/

Read Entire Article