‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কসবা-আখাউড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, রাজনীতি ক্ষমতার লড়াই নয়। রাজনীতি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম। বেগম খালেদা জিয়া সেই নৈতিক রাজনীতিরই প্রতীক। তিনি বলেন, স্বৈরাচার, দমন-পীড়ন ও অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত করেননি। তার সংগ্রামী রাজনৈতিক জীবন আজ বিএনপির নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসী নেতৃত্ব আমাদের জন্য নতুন প্রেরণা। তার দেখানো পথ অনুসরণ করেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারিজ মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ, সাধ

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কসবা-আখাউড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, রাজনীতি ক্ষমতার লড়াই নয়। রাজনীতি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম। বেগম খালেদা জিয়া সেই নৈতিক রাজনীতিরই প্রতীক।

তিনি বলেন, স্বৈরাচার, দমন-পীড়ন ও অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত করেননি। তার সংগ্রামী রাজনৈতিক জীবন আজ বিএনপির নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসী নেতৃত্ব আমাদের জন্য নতুন প্রেরণা। তার দেখানো পথ অনুসরণ করেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারিজ মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন। অনুষ্ঠানে কসবা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow