খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসকরা যে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেছেন, বেগম খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।” তিনি আরও জানান, চিকিৎসকরা আশাবাদী এবং মনে করছেন—বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান ডা. জাহিদ। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালটিতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসকরা যে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেছেন, বেগম খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।”
তিনি আরও জানান, চিকিৎসকরা আশাবাদী এবং মনে করছেন—বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান ডা. জাহিদ।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালটিতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
What's Your Reaction?