বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীন ২৪ ও ২৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এতে আরো উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ।
এছাড়া যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল মনসুর খান দিপক, থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শাখাওয়াত হোসেন সৈকত, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াস, থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সোলায়মান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. হানিফ বাবুল, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, জাসাস তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ সম্পাদক মো. মিঠু, বাংলাদেশ ট্রাক ড্রাইভার মালিক ইউনিয়ন সমিতির সভাপতি মো. বশির আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।