খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

1 month ago 32

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর বিলের মাঠে খাসজমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

গুরুতর আহত দুজনের রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তারা হলেন রাধানগর ইউপির বেলডাঙ্গা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৬০) আর ফুলবাড়ী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে তফজুল হোসেন (৭৪)।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মো আব্দুর রশিদ ও থানা পুলিশ।

এর আগে গত বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর বিলের মাঠে এ ঘটনা ঘটেছে।

ইউপি সদস্য মো আব্দুর রশিদ জানান, বেগপুর বিলের প্রায় দেড় শ বিঘা খাসজমি নিয়ে দুপক্ষের বিরোধ ছিল আগে থেকেই। খাস বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করে আসছে এক পক্ষ, অপর পক্ষের দাবি, এ জমি তাদের রেকর্ডীয় সম্পত্তি। এই নিয়ে দুপক্ষের মাঝেমধ্যেই গন্ডগোল লেগে থাকত। এই জমি নিয়ে আদালতে মামলাও চলছে।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে ওই খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন নিহত হন। দুপক্ষের পক্ষের অন্তত ১৮ জন আহত হয়।

আহতদের অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে আব্দুস সাত্তার নামে একজন বুধবার রাতে এবং তফজুল হোসেন নামে আরেকজন বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার কালবেলাকে জানান, বুধবার বেগপুর বিলের খাসজমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন মারা গেছেন। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article