খিলগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার

9 hours ago 8

রাজধানীর খিলগাঁও ব্যাংক কলোনি আদর্শ গলি এলাকার একটি বাসায় মো. সিফাত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, খবর পেয়ে খিলগাঁওয়ের ব্যাংক কলোনি আদর্শ গলির ৪২১/২নং বাসার নিচ তলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, নিহতের স্বজনের কাছ থেকে জানতে পারি; পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দেয়। আমরা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঢামেকে হাসপাতালে মরদেহ রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল-আমিন/এমআরএম

Read Entire Article