রাজধানীর খিলগাঁও রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু (৪৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম খিলগাঁওয়ের দক্ষিণ সিগন্যালে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তর সিগন্যাল থেকে আসার সময় সিগন্যালে আটকে যান। এতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করেন। ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম তাকে প্রশ্ন করলে তিনি হুমকি দিয়ে চলে যান।
পরে বিকেল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে নিয়ে ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার গায়ে, বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডিউটিরত এএসআই রবিউল হাসান এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতারযন্ত্রে জানানো হলে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিনই ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করলে ডা. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।