খুঁজে খুঁজে ইসরায়েলের অর্ধশতাধিক গুপ্তচরকে ধরল ইরান

2 months ago 11
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। ‍দেশটির খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে প্রসাশন।  আনাদোলুর এক প্রতিবেদন জানায়, এ ব্যক্তিরা ইসরায়েলের হয়ে গুপ্তচরের কাজ করছিল বলে অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, তারা ইরান সরকারের বিরুদ্ধে কাজ করছিল এবং ভুয়া খবর ছড়াচ্ছিল। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গ্রুপটি দেশবিরোধী প্রচার চালাচ্ছিল। দেশের নিরাপত্তা নষ্ট করার পরিকল্পনা করছিল। বিগত আট দিন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের হামলায় তাদের ২৫ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৩০০’শর বেশি মানুষ।
Read Entire Article