খুঁটি ভেঙে বিদ্যুৎহীন বরুড়া উপজেলা

3 months ago 8

কুমিল্লার বরুড়ায় ঝড়ো বাতাসে পল্লী বিদ্যুতের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ফলে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি খুঁটি উপড়ে পড়ে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বরুড়া উপজেলা সদরে অধিকাংশ এলাকায় রাতে ঝড়ো বাতাসে একাধিক খুঁটি ভেঙে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া উপজেলার সুষুন্ডা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে খুঁটি ভেঙে যায়। এতে রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লাইন সচল করতে সকাল থেকে কাজ চলছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ জানান, রাতে ঝড়ো বাতাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনটি খুঁটি ভেঙে রাস্তা পড়ে। সকালে সেগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মেরামত কাজ চলছে। আশা করা যায় বিকালের মধ্যে লাইন সচল করতে পারবো।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, বরুড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

Read Entire Article