খুবিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির প্রতিবাদে আন্দোলন

2 months ago 39
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রেজিস্ট্রেশন ফি অতিরিক্ত হওয়ায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) রাতে ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল করেন শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্নাতক ও মাস্টার্স শ্রেণি শিক্ষার্থীদের নতুন কোর্স রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ করা হলে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দায়’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’ ‘আপস নাকি সংগ্রাম’ ‘হল নাকি রাজপথ, রাজপথ রাজপথ’ ‘মুগ্ধর খুবিতে দুর্নীতি মানি না’ ‘প্রশাসনের প্রহসন মানি না মানব না’ ‘মুগ্ধ'র খুবিতে লিঁয়াজো মানি না’ ‘দুই হাজার টাকা করতে হবে করব কবে?’ বলে উপাচার্যের বাসভবনের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ দাবিতে শিক্ষার্থীরা বলেন, প্রতিবারই শিক্ষকদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন তারা। কিন্তু শিক্ষকদের দেওয়া আশ্বাসের প্রতিফলন দেখতে না পেয়ে বাধ্য হয়ে আজ এখানে এসেছেন। আর কোনো লিঁয়াজো চাই না। আমাদের দাবি মানতে হবে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করছি না। যদি আমাদের রেজিস্ট্রেশন ফি কমানো না হয়, তাহলে কমানোর ব্যবস্থা আমরা করব। এর আগে ২৮ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ে সবার অংশগ্রহণে ‘দাবি উত্থাপন মঞ্চে'র মাধ্যমে রেজিস্ট্রেশন ফি কমানোর বিষয়টি উত্থাপন করেছিলেন শিক্ষার্থীরা।
Read Entire Article