খুলনা কারাগারে সংঘর্ষে তিন আসামিকে কাশিমপুরে

3 weeks ago 19
খুলনা জেলা কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে তাদের তিনজনকে পাঠানো হয়। খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের ঘটনায় খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি, কালা তুহিন এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে, শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রেনেড বাবু ‘বি’ কোম্পানির সদস্য লাল সাকিবের সঙ্গে অন্য সন্ত্রাসী পলাশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশকে তারা মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চলে পাল্টাপাল্টি সংঘর্ষ। এতে গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, হিরন, রুহান এবং পলাশ গ্রুপের পলাশ, কালা লাবলু, সৈকত ও মইদুলসহ অন্তত পাঁচজন আহত হন।  উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় কারা কর্তৃপক্ষ। তখন উভয় পক্ষকে শান্ত করার জন্য মৃদু লাঠিপেটা করা হয়। পরবর্তী সময়ে পাগলা ঘণ্টা বাজানো হলে পরিস্থিতি শান্ত হয়। খুলনা কারাগারের জেলার মুনীর হুসাইন কালবেলাকে বলেন, কারাগারের ভেতরের মারামারির ঘটনা রাতে কারা হেডকোয়ার্টারকে অবগত করা হয়। এ ঘটনায় কয়েকজনের নামের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের পাঠানোর কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে তিনজনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নামের তালিকায় অন্য যারা রয়েছে, পরবর্তী সময়ে তাদেরও ঢাকায় পাঠানো হবে। শনিবারের ঘটনায় যারা কারাগারের শৃঙ্খলাভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে এখনো আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারাগারে এখন হাইপ্রোফাইলের তেমন কোনো আসামি নেই। কারাগারে ১৪২৩ বন্দি আছে। কারাবিধি অনুযায়ী যেসব ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে নেওয়া হবে বলে জানান জেলার মুনীর হুসাইন।
Read Entire Article