খুলনার কয়রায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

8 hours ago 3
‘ফ‌্যা‌সিবাদের রক্তচক্ষু‌কে চ‌্যা‌লেঞ্জ ক‌রে কাল‌বেলা অল্প সম‌য়ে পাঠ‌কের অন্ত‌রে জায়গা ক‌রে নি‌য়ে‌ছে। প্রতিষ্ঠার পর থে‌কে অব‌্যাহতভা‌বে কাল‌বেলা বস্তু‌নিষ্ঠতার মাধ‌্যমে পাঠ‌কপ্রিয়তা ধ‌রে রে‌খে‌ছে’ এগি‌য়ে থা‌কে এগি‌য়ে রা‌খে— এই স্লোগা‌নে কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়ো‌জিত আলোচনা সভায় বক্তারা এসব কথা ব‌লেন।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও কালবেলা পত্রিকার কয়রা প্রতিনিধি মো. ফরহাদ হোসেনের পরিচালনায় কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালবেলার খুলনা ব্যুরো প্রধান মো. বশির হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আয়ুব হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, কয়রা থানার এসআই মো. তারেক মাহমুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহা. হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আ. খালেক, মাস্টার আ. রউফ, সাংবাদিক গোলাম রব্বানী, শেখ কওছার আলম, জিএম নজরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টু, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, হাফেজ জাহিদুর রহমান, মজিবর রহমান প্রমুখ।  অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Read Entire Article