খুলনার সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

2 months ago 10

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ জুলাই) দুদুকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অন্যদিকে হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।

দুদক সূত্র জানায়, মামলায় তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালীন সময়ে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তালুকদার আব্দুল খালেকের স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে ও বন ও পরিবেশ উপমন্ত্রী পদে থাকাকালীন সময়ে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান জানান, হাবিবুন নাহারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগটি প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে আমরা প্রাথমিক তদন্ত করেছি। এ বিষয়ে সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

আরিফুর রহমান/আরএইচ/জেআইএম

Read Entire Article