খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২

2 months ago 6

খুলনায় ইজিবাইকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে হরিণটানা থানার অধীন হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান (১৬) ও জুয়েল বাবু (২৪)।

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক কবির, যাত্রী থাকা টিটু, হাসিব, নগেন্দ্রনাথ সরকার ও জুয়েল বাবুকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দুর্ঘটনার ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরিফুর রহমান/এমএন/জিকেএস

Read Entire Article