খুলনায় করোনা আক্রান্ত দুই নারী

3 months ago 6

খুলনায় দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত দুই নারীর নাম সুমাইয়া ও তানিয়া। খুলনা সদর হাসপাতালে সুমাইয়ার করোনা শনাক্ত হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যজনকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

ডা. খান আহম্মেদ ইশতিয়াক জানান, খুলনায় দুজন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনায় আক্রান্ত সুমাইয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর তানিয়াকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে এবং অবজারভেশনে রাখা হয়েছে। তানিয়া এখন পর্যন্ত ভালো আছেন।

আরিফুর রহমান/জেডএইচ/এমএস

Read Entire Article