গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে খুলনার তৌহিদী জনতার মিছিল থেকে কেএফসি, বাটা, ডমিনো’স পিজ্জাসহ বিভিন্ন শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সাড়ে ৫টার দিকে নগরীর ময়লাপোতা মোড় ও সন্ধ্যার পর শিববাড়ি মোড়ে এ ভাঙচুর চালানো হয়।
এ ঘটনার পর থেকে আতঙ্কে নগরীর বিভিন্ন এলাকার বেশিরভাগ ব্যবসাপ্রতিতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন মোড় ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) রাশিদুল ইসলাম খান বলেন, ভাঙচুরের ঘটনায় জনগণের জানমালের নিরাপত্তায় শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি নজরদারির মধ্যে রেখেছি।
আরিফুর রহমান/এসআর/এমএস