খুলনায় দিনদুপুরে ট্যাংক লরির নেতা ফরহাদসহ ৩ জন গুলিবিদ্ধ

2 months ago 8

খুলনায় মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য শেখ ফরহাদ হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে মহানগরীর খালিশপুর থানাধীন যমুনা রোডে এ ঘটনা ঘটে। এ সময় ফরহাদসহ আরও তিনজন গুলিবৃদ্ধ হন। 

জানা যায়, ট্যাংক লরি মালিক সমিতির সাবেক মহাসচিব ফরহাদ হোসেন বিকেলে তার ব্যক্তিগত গাড়িতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরে হয়ে যমুনা রোডে পৌঁছলে ট্রাক দিয়ে গাড়ি আটকে দেয় সন্ত্রাসীরা। এ সময় ছয় অজ্ঞাতনামা সন্ত্রাসী মুখোশ পরে গাড়িতে এলোপাথাড়ি গুলি করে। এতে ফরহাদের বাম কানে, তার ড্রাইভার মো. মনিরুল ইসলামের বাম হাতে এবং ম্যানেজার মো. সোহেলের পিঠে গুলি লাগে।

পরে দুর্বত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। 

এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২নং ওয়ার্ডে ভর্তি আছেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, স্থানীয়দের সূত্র মতে জানা যায়, হামলাকারীদের মুখে মাস্ক ছিল। তারা একাধিক রাউন্ড গুলি চালায়। আহতদের বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Entire Article