খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

3 weeks ago 24

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সাব্বির (২৭) নামের এক যুবক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে রূপসা উপজেলার জয়পুর গামের হেলার বটতলা ঈদগাহ ময়দান রোডে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৭টার দিকে সাব্বির মোটরসাইকেলযোগে তার বাড়ি সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে চারজন যুবক তার গতিরোধ করেন। তাকে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করেন তারা। সাব্বিরের সঙ্গে এসময় দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। সাব্বির নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি শরীরের পেছনে লাগলে লুটিয়ে পড়েন সাব্বির। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে রূপসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। কী কারনে হামলা হয়েছে তা স্পষ্ট নয়। অপরাধীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এসআর

Read Entire Article