খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

6 days ago 12

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ কালবেলাকে বলেন, গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করেছে। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Entire Article