খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে খুলনার হাজী মুহাসীন রোডে এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল পেশায় একজন রং মিস্ত্রী। তিনি সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে। খুলনার বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস করতেন তিনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনীর উল গিয়াস মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল রাত ৮টার দিকে হাজী মহসিন রোডের আরজান আলী লেনের মাথায় এলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি করে। তার পেটের বামপাশে গুলিবিদ্ধ হয়। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসেছিলেন সোহেল। এসময় দুর্বৃত্তদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পেটের বাম পাশে গুলি লাগে তার। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এফএ/জেআইএম