খুলনায় নবায়নযোগ্য শক্তিবিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার

4 hours ago 6
নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫। শুক্রবার (০৭ নভেম্বর) কুয়েটে নবায়নযোগ্য শক্তিবিষয়ক বিতর্ক উৎসব ২০২৫ আয়োজিত হবে।  বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধনে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা এবং ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্য আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তাদের আশা, এ আয়োজন তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর মতপ্রকাশ, দলগত নেতৃত্ব এবং বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশে উৎসাহিত করবে। আয়োজনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি খুলনা জোনের ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ এবং এনডিএফ বিডির যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বারী। এনডিএফ বিডি খুলনা জোন প্রধান তাকদিরুল গনি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ। আয়োজনটি সভাপতিত্ব করবেন ১৭ লাখ বিতার্কিকদের  সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মো. মাকসুদ হেলালী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণরা যুক্তিনির্ভর সমাজ গঠনের ধারণায় উদ্বুদ্ধ হবে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে যে সমস্ত বিষয়ের ওপর সারা দেশের মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করবে সেগুলো হলো : এই সংসদ, জলবায়ু সংকটে ব্যক্তিগত উদ্যোগকে অতিমাত্রায় রোমান্টিকভাবে দেখানোয় অনুতপ্ত। এই সংসদ বিশ্বাস করে , বাংলাদেশ থেকে রপ্তানিকৃত সকল তৈরি পোশাক (Garments) পণ্যের ওপর কার্বন ট্যাক্স প্রবর্তন করা উচিত  এই সংসদ মনে করে যে তৃতীয় বিশ্বের দেশগুলোর নবায়নযোগ্য শক্তির পাশাপাশি কার্বন নিঃসরণ দ্রুত কমাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা উচিত।
Read Entire Article