খুলনায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

3 months ago 65

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে খুলনা বিভাগের আটটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পশুর হাট, কোরবানির কার্যক্রম, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা-সবকিছু ঘিরেই র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে খুলনা মহানগরীর জোড়া গেট পশুর হাট পরিদর্শনে গিয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মাদ শাহাদৎ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, পশুর হাটে জাল টাকা শনাক্তে র‌্যাব কন্ট্রোল রুমে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, দালাল, মলমপার্টি এবং অজ্ঞানপার্টির অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে।

খুলনা বিভাগের কোরবানির পশুর হাটগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানো এবং হাট কেন্দ্রিক চাঁদাবাজি ঠেকাতে র‌্যাবের স্পেশাল গোয়েন্দা ইউনিট কাজ করছে। ড্রোন মনিটরিং ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। খুলনার জনগণ ও পশু ব্যবসায়ীদের যে কোনো জরুরি প্রয়োজনে র‌্যাবের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে।

আরিফুর রহমান/জেডএইচ/এমএস

Read Entire Article