খুলনায় নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে নিয়োগ পেলেন ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে খুলনার ছয়টি আসনের জন্য ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।  নির্বাচনের সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, খুলনা-২ আসনে (মহানগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড) প্রিয়াঙ্কা রানী কুণ্ডু ও নাসিমুল সাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা-৪ আসনে (রূপসা উপজেলা) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইফতেখারুল ইসলাম শামীম ও শেখ রায়হানুল ইসলাম। খুলনা-৩ আসনে (মহানগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড) দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, অর্পিত কুমার চক্রবর্তী, মো. মেহেদী হাসান ও মো. আনোয়ার সাদাত। এ ছাড়া দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুল

খুলনায় নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে নিয়োগ পেলেন ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে খুলনার ছয়টি আসনের জন্য ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। 

নির্বাচনের সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, খুলনা-২ আসনে (মহানগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড) প্রিয়াঙ্কা রানী কুণ্ডু ও নাসিমুল সাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা-৪ আসনে (রূপসা উপজেলা) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইফতেখারুল ইসলাম শামীম ও শেখ রায়হানুল ইসলাম। খুলনা-৩ আসনে (মহানগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড) দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, অর্পিত কুমার চক্রবর্তী, মো. মেহেদী হাসান ও মো. আনোয়ার সাদাত।

এ ছাড়া দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, পাইকগাছা উপজেলাসহ বিভিন্ন এলাকায় রিয়াজ উদ্দিন আহমেদ, এস এম নুরুলী, মোস্তাফিজ শাওন, সেবাশুল্লাহ, অমিত কুমার বিশ্বাস, তোফিক রেজা, ফজলে রাব্বিসহ অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি প্রতিটি মামলার নথি ও কার্যক্রমের বিষয়ে সাপ্তাহিক প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করবেন।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। খুলনা মহানগর এলাকায় এ সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow