খুলনা মহানগর বিএনপি নেতা আমির হোসেন মোল্লাকে গুলির পর কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আমির হোসেন মোল্লা খুলনা সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোটভাই। এছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট ছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ শেষে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে অপরিচিত কিছু লোক তাকে লক্ষ্য করে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় একজন মুদি দোকানি জানান, আনুমানিক সাড়ে ১০টার দিকে ৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। অকে মানুষ গুলির শব্দ শুনে ছোটাছুটি করছিল। পরে হামলাকারীরা পালিয়ে গেলে কিছু স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এএইচ/জেআইএম