খুলনায় বিচারবহির্ভূত হত্যা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

2 hours ago 4

খুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বায়তুন নুর জামে মসজিদের সামনে কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ, আল শাহরিয়ার, সেন্ট্রাল ল কলেজের প্রতিনিধি আহাম্মদ আমীন রাহাত, বিএল কলেজের প্রতিনিধি শাহরিয়ার হৃদয়, আলভি, খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের প্রতিনিধি মো. তারেক ও মিরাজুল ইসলাম ইমন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ শান্ত, সুন্দরবন কলেজের প্রতিনিধি নাঈম ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। এ দুটি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিচারবহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে। কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দেওয়া হোক।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

Read Entire Article