খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে সন্ত্রাসীদের গুলি

3 months ago 20

সন্ত্রাসীদের গুলিতে খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এস এম সাজিদ হাসান (২৩) আহত হয়েছেন। তিনি পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে হোটেল কদরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রথমে তাকে ময়লাপোতা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা এলাকার মৃত এস এস জাহিদ আলীর সন্তান। সাজিদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, সাজিদ ও তাঁর বন্ধু হাসান রিকশায় শিববাড়ী মোড় থেকে বাগমারায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় ময়লাপোতা মোড়ে এলে পেছন থেকে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে। এসময় সাজিদ দৌড়ে নিজেকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে তার পেটে ও পায়ে গুলি লাগে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করেছে। সন্ত্রাসীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।

আরিফুর রহমান/এমএন/জিকেএস

Read Entire Article