খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

3 months ago 59

কুমিল্লার চৌদ্দগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে শিশু দুটি চাচাতো ভাইবোন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলো- ওই গ্রামের বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাটিকাটা গর্তের পানিতে ভাসা অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

Read Entire Article