খেলতে গিয়ে শিশুরা পেলো শটগান, উদ্ধার করলো সেনাবাহিনী

1 month ago 25

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের গলিতে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শিশুরা খেলতে গিয়ে শটগানটি পায় এবং ভুলবশত তারা একটি গুলিও করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

১৪ বছর বয়সী নুর আলম জানায়, আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনে। পরে আমরা সেটিকে ছাদের উপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবর পেয়ে সবাইকে জানান। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটি নিয়ে যান।

সেনাবাহিনীর ইস্টবেঙ্গলের মোহাম্মদপুরের ওয়ারেন্ট অফিসার মো. নিজাম বলেন, আমরা খবর পেয়ে এখানে এসে একটি শটগান, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোঁসা উদ্ধার করি।

তিনি সবার উদ্দেশে বলেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। কারো কাছে যদি কোনো অস্ত্র থেকে থাকে, সেগুলো আমাদের কাছে জমা দেবেন।

টিটি/এমএইচআর/জিকেএস

Read Entire Article