খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি প্রদানের অভিযোগে ফেরদৌস কবির সনি (২৬) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।  সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফেরদৌস করিম সনি বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা।  জানা গেছে, ‘বেজোড়া যুব সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে আমন্ত্রণ না পাওয়ার জেরে ওই যুবক খেলনা পিস্তল বের করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। যুব সংঘের রুবেল হোসেন জানান, আমন্ত্রণ না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাঙচুর শুরু করেন। উপস্থিত লোকজন বাধা দিলে একপর্যায়ে তিনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার ভঙ্গি করেন। সে সময় স্থানীয়রা তাকে পিস্তলসহ আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ তাকে আটক করে থানায় নিয়ে যান। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে থানায় মামলা করতে গেলে ওসি বলেন, মামলা নেওয়া যাবে না। কারণ হিসেবে বলেছেন পিস্তলটি খেলনা। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু

খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি প্রদানের অভিযোগে ফেরদৌস কবির সনি (২৬) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।  সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফেরদৌস করিম সনি বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা।  জানা গেছে, ‘বেজোড়া যুব সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে আমন্ত্রণ না পাওয়ার জেরে ওই যুবক খেলনা পিস্তল বের করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। যুব সংঘের রুবেল হোসেন জানান, আমন্ত্রণ না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাঙচুর শুরু করেন। উপস্থিত লোকজন বাধা দিলে একপর্যায়ে তিনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার ভঙ্গি করেন। সে সময় স্থানীয়রা তাকে পিস্তলসহ আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ তাকে আটক করে থানায় নিয়ে যান। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে থানায় মামলা করতে গেলে ওসি বলেন, মামলা নেওয়া যাবে না। কারণ হিসেবে বলেছেন পিস্তলটি খেলনা। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, সনি নামের এক যুবককে পিস্তলসহ আটক করা হয়েছে। জব্দ পিস্তলটি একটি খেলনা পিস্তল ছিল। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন আলী বলেন, ‘যেহেতু আমার দলের সাবেক নেতা তাই তার খবর নিতে থানায় এসেছি।’ শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে থানার ডিউটি অফিসার এসআই রোজিনা বলেন, ‘ওসি জিডি করতে বলেছেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow