খেলনা ভেবে ৫টি পাইপগান নিয়ে যাচ্ছিল শিশুরা, অতঃপর...

2 hours ago 4

বরিশালের বাবুগঞ্জে একটি পুকুরর পাশ থেকে ব্যাগ ভর্তি ৫টি দেশিও পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুরা রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনে খান বাড়ির পুকুরের পাশ থেকে ব্যাগ ভর্তি অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় খান বাড়ির নারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার কালবেলাকে বলেন, পাইপগান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমাদের লোক গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

Read Entire Article