গতকাল বাফুফের সদস্য এবং নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাফুফে ভবনে নিজের রুমে সংবাদমাধ্যমকে মেয়েদের উন্নতি নিয়ে কথা বলেছেন। পর পর দুইটা সাফল্যকে কীভাবে দেখছেন, সেই প্রশ্নে কিরণ বলেন, 'এখান থেকে একটা বিষয় প্রমাণ হয় আমাদের ফুটবলার তৈরির পাইপলাইন অনেক স্ট্রং। যে কারণে যে বছর সিনিয়র টিম কোয়ালিফাই করলো, একই বছর বয়সভিত্তিক টিমও কোয়ালিফাই করলো। এতে বুঝতে হবে বাংলাদেশ নারী ফুটবল সঠিক... বিস্তারিত