খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফাইনালে গোল্ডেন ফিউচার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রূপনগর বয়েজ ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া সংগঠক মইনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফাইনালে গোল্ডেন ফিউচার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রূপনগর বয়েজ ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া সংগঠক মইনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।
What's Your Reaction?