বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার (৪ এপ্রিল) এক শোকবাণীতে ইসলামী আন্দোলনের আমির বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) ইসলামের প্রচার ও ইসলামি রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন।
- আরও পড়ুন
- ড. ইউনূস-মোদীর বৈঠক দুই দেশের জন্য আশার আলো: ফখরুল
- এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার
তিনি বলেন, হাফেজ্জী হুজুরের সর্বকনিষ্ঠ সন্তান আতাউল্লাহ হাফেজ্জী। তিনি তার মতোই ইসলামবিরোধী শক্তির মোকাবিলায় অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে ইসলামি রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
চরমোনাই পির তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তার পরিবার-পরিজন, ভক্ত অনুরক্ত, রাজনৈতিক সহকর্মীদের সবর করার তৌফিক কামনা করেন।
এএএম/কেএসআর/এএসএম