সুনামগঞ্জ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী জমিয়ত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।
সাবেক সংসদ সদস্য শাহীনূর পাশা চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে মিনাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে নির্বাচন করে হেরে যান।
খেলাফতে মজলিসে যোগ দেওয়ার বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহীনূর পাশা চৌধুরী বলেন, তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ। তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
শাহীনূর পাশা ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরে ২০০৫ সালের এপ্রিল মাসে আব্দুস সামাদ মারা গেলে উপনির্বাচনে শাহীনূর পাশা আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।