ঘরোয়া ফুটবলের ২০২৪-২৫ মৌসুমে মাঠ বিতর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা একটা বড় প্রশ্ন। চ্যালেঞ্জ কাপে মাঠ বিতর্ক, বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠ বিতর্ক এবং মঙ্গলবার শুরু হওয়া ফেডারেশন কাপেও ওই একই বিতর্ক। দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে ভালো মাঠও পাচ্ছেন না খেলোয়াড়রা। অপ্রস্তুত মাঠেই ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে তাদের।
গত ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হয়েছে এবারের ফুটবল মৌসুম। ২৯ নভেম্বর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার মাঠে গড়ালো নতুনত্বের ফেডারেশন কাপ।
প্রথম দিন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাদার্স ইউনিয়ন। ৬৯ মিনিটে তপু বর্মনের গোলে কিংস জয় দিয়ে শুরু করতে পেরেছে শিরোপা ধরে রাখার মিশন।
এই মাঠে ফুটবল শুরুর কয়েক দিন আগে হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। মাঝমাঠে ক্রিকেট পিচ। এ ছাড়াও কয়েক স্থানে নেই ঘাস। একদম ন্যাড়া অবস্থা কোনো কোনো জায়গায়। মাঠের এমন বেহাল দশার কারণে বাফুফে এই ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল ময়মনসিংহে। ব্রাদার্স রাজি না হওয়ায় খেলাটা কুমিল্লাতেই হয়েছে। ফুটবলারদের আফসোস, খেলার জন্য তারা ভালো মাঠও পাচ্ছেন না।
ভেন্যু প্রস্তুত নয় বলে অক্টোবরের পরিবর্তে নভেম্বরে ঘরোয়া ফুটবল শুরু করেছে বাফুফে। একমাস পেছালেও ভেন্যুর কোনো উন্নতি হয়নি। বাফুফের লোকজন নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত থাকায় মাঠের দিকে নজর দেওয়ার সময় পাননি। তাই আজে-বাজে মাঠেই ফুটবলারদের নামিয়ে দেওয়া হয়েছে শীর্ষ পর্যায়ের খেলার জন্য।
কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কিংস ১-০ গোলে জিতলেও ময়মনসিংহের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে। ফর্টিস এফসি ও পুলিশ এফসি পয়েন্ট ভাগাভাগি করেছে প্রথম ম্যাচে।
আরআই/আইএইচএস/