খেলার মাঠ থেকে ১৭৫ যুদ্ধবোমা উদ্ধার

3 hours ago 3

উত্তর ইংল্যান্ডে শিশুদের একটি খেলার মাঠের মাটি খুঁড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫টিরও বেশি বোমা পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আরও বোমা থাকতে পারে। এ আশঙ্কায় সতর্কতার সঙ্গে অনুসন্ধান কাজ চলছে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

স্কটল্যান্ড সীমান্তের কাছে ইংল্যান্ডের নর্থম্বারল্যান্ডের একটি ছোট শহর উলারে স্কটস পার্ক খেলার মাঠ সংস্কারকাজ শুরু করে কর্তৃপক্ষ। এ জন্য একটি নির্মাণ প্রকল্প চলাকালীন বোমাগুলো পাওয়া যায়। এগুলো যুদ্ধের অনুশীলন বোমা, যা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। তবুও এগুলোর কোনোটার বিস্ফোরক এখনো তাজা এবং বিস্ফোরণে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

গত ১৪ জানুয়ারি শ্রমিকরা ঘটনাস্থলে মাটি খনন করার সময় একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। প্রথম বোমাটি খুঁজে পাওয়ার একদিন পর নির্মাণ শ্রমিকরা দ্বিতীয় বোমাটি খুঁজে পান।

উলারের একজন কাউন্টি কাউন্সিলর মার্ক মাথার বলেন, এটা উত্তেজনাপূর্ণ ছিল। আমরা দুটি খুঁজে পেয়ে স্থানটি অনুসন্ধানের জন্য একটি বেসরকারি বোমা নিষ্ক্রিয়কারী সংস্থা ব্রিমস্টোন সাইট ইনভেস্টিগেশনের সাথে যোগাযোগ করি। কিন্তু শিগগিরই এটা স্পষ্ট হয়ে উঠল যে, সমস্যার মাত্রা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

২৩ জানুয়ারি ব্রিমস্টোনের কাজের প্রথম দিন কর্মীরা আরও ৬৫টি অনুশীলন বোমা খুঁজে পান। প্রতিটির ওজন ১০ পাউন্ড এবং তাতে ধোঁয়াটে কার্তুজ শনাক্ত করা হয়।

কাউন্সিলর আরও জানান, দ্বিতীয় দিনে ব্রিমস্টোন আরও ৯০টি অনুশীলন বোমা খুঁজে পেয়েছে এবং নিরাপদে একটি নির্দিষ্ট স্টোরেজ এলাকায় সেসব সরিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, এগুলোর ফিউজ এবং উপাদান এখনো অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তাই তা এখনো সম্ভাব্য বিপজ্জনক হতে পারে।

Read Entire Article