খেলার মাঠ দখল মুক্ত করতে শিক্ষার্থীদের বিক্ষোভ

1 month ago 14

খেলার মাঠ দখল মুক্ত করতে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে খেলার মাঠে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে মাঠের পাশে গড়ে উঠা নির্মাণাধীন সুইমিংপুলের ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। কিছুক্ষণ পর ওই বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেন। পরে সেখান থেকে সরে মাঠে ও তার আশপাশে আবারও মাঠ দখল মুক্তের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ তাদের খেলাধুলার জন্য। কিন্তু অবৈধভাবে জোরপূর্বক খেলার মাঠ ছোট করে সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা করা হয়েছে।

অতি দ্রুত তারা এসব স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস

Read Entire Article