‘খেলার মাঠ না থাকায় শিশুদেরও ডায়াবেটিস হচ্ছে’
এখন শিশুদেরও ডায়াবেটিস হচ্ছে। কারণ খেলার মাঠ নেই। আমরা খাবার গ্রহণে নিয়ম মেনে চলি না। ফাস্ট ফুড বাদ দিতে হবে। প্রচুর হাঁটতে হবে। বৃহস্পতিবার ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে কুমিল্লা মেডিকেল কলেজে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ দিন একই উপলক্ষ্যে পদযাত্রাও বের করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ, উপাধ্যক্ষ ডা. মো. জাহাংগীর আলম মজুমদার ও মেডিসিন বিভাগের প্রধান ডা. চিন্ময় কুমার সাহা। সভাপতিত্ব করেন ডায়াবেটিস