খোকন দাসের খুনিদের বিচার হতেই হবে : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের খুনিদের বিচার হতেই হবে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোনো মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। এ সময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ ছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময়
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের খুনিদের বিচার হতেই হবে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোনো মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।
এ সময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এ ছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুলশিক্ষক এনামুল হক, ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, স্বপন গোলদারসহ স্থানীয় নেতারা।
What's Your Reaction?