খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

2 hours ago 1

বিনোদন জগতে তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন নয়। সে পুরোনো আলোচনাতেই নতুন নাম পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। নিউইয়র্কে অবকাশ যাপনকালে খোলামেলা পোশাকে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরই তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও পাল্টা সমর্থনের ঢেউ।

আইজা সম্প্রতি নিজের প্রোফাইলে কয়েকটি ছবি শেয়ার করেন- যেখানে তাকে বেগুনি রঙের টপস ও ডেনিম শর্টস পরা অবস্থায় দেখা যায়। পোস্টগুলো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে মন্তব্য করেন, তার পোশাক ‘সংস্কৃতির সঙ্গে মানানসই নয়’। ভক্তদের একাংশ ক্ষোভ জানিয়ে লেখেন, বিদেশে থাকলেও একজন তারকার নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

নেটিজেনদের একজন লিখেছেন, “তারা মনে করে এই ধরনের পোশাক পরলে ভালো কাজ পাওয়া যাবে।” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেন, “তার নিজের ধর্ম এবং দেশকে উপস্থাপন করা উচিত, উল্টোটা নয়।” কারও কারও ট্রলিং ও রুচি নিয়ে প্রশ্ন তোলার পোস্টও চোখে পড়েছে।

তবে সমালোচনার মাঝেই অনেকেই আইজার পাশে দাঁড়িয়েছেন। তাদের যুক্তি, একজন তারকা ক্যামেরার বাইরে নিজের ব্যক্তিগত জীবনে কী পরবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ; সেই স্বাধীনতায় হস্তক্ষেপ শোভন নয়। ব্যক্তিগত পরিসরে পোশাক বেছে নেওয়া নিয়ে কারও জবাবদিহি করার প্রয়োজন নেই বলেও তারা মত দেন।

তবে এ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আইজা আওয়ান।

Read Entire Article