গণঅভ্যুত্থান স্মরণে আজ যে কর্মসূচি পালন করবে বিএনপি

1 month ago 12
ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে আজ থানা ও উপজেলা পর্যায়ে র‌্যালির ঘোষণা দেওয়া হয়েছে।  সোমবার (৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সকল থানা ও উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সকল জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আগামী বুধবার দুপুর ২টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে বিএনপি।  
Read Entire Article