গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

4 hours ago 6

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে। ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ বিষয়টি জানিয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ক বিশেষ সেল। সেলের একটি দল এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ছয়টি লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

এ সময় জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে।

কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১ ৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

Read Entire Article