গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা নাহিদের স্ট্যাটাস

3 weeks ago 20

গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে গণমানুষের কাছে সত্য তুলে ধরতে যে নির্ভীক সাংবাদিকরা জীবন দিয়েছেন, তাদের স্মরণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আবেগঘন স্ট্যাটাসে দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে গণমানুষের কাছে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রামাণ্য দলিল তুলে ধরতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমাদের নির্ভীক সাংবাদিকরা। দায়িত্বের টানে সব ঝুঁকি উপেক্ষা করে ফ্রন্টলাইনে ছিল তাদের সাহসী উপস্থিতি। নির্ভয়ে সত্য প্রকাশের তাড়নায় দেশের জন্য প্রাণ দিয়েছেন তারাও।

তিনি আরও লেখেন, জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Read Entire Article