গণঅভ্যুত্থানের জীবন্ত শহীদ এনাম, চিকিৎসা খরচ মেটাতে গিয়ে নিঃস্ব

2 months ago 31

কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এনাম সিদ্দিকী। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব প্রায় তার পরিবার। চিকিৎসা চলমান রাখতে আর্থিক সহায়তা চেয়েছেন এনাম।

জানা যায়, ৪ আগস্ট দুপুরে উত্তরার রাজলক্ষীতে মাথায় আঘাত পান এনাম। বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সেদিন একই অফিসের সহকর্মীদের নিয়ে সরকার পতনের আন্দোলন করছিলেন। কিন্তু হঠাৎ করে মাথায় কিছু একটা আঘাত করে এনামের। অবস্থা খারাপ দেখে সহকর্মীরা উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যান। কিন্তু সমস্যা বাড়তে থাকলে ১ নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে রিপোর্ট আসে মাথায় রক্ত জমাট বেঁধেছে। মাথায় আঘাত লাগার কারণে তার বর্তমান অবস্থা অনেকটাই গুরুতর। স্মৃতি ধরে রাখতে পারছেন না। তাছাড়া চোখেও সমস্যা দেখা দিচ্ছে এনামের।

এনামের স্ত্রী আর্থিক সহায়তার বিষয়ে বলেন, পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব এনামের উপরই ছিল। এমন অবস্থা পুরো পরিবারকে নিস্তব্ধ করে দিয়েছে। একটা বাইক ছিল ওটা বিক্রি করেছি চিকিৎসা খরচ মিটাতে। ব্যাংক থেকেও লোন নিয়েছি। মাথায় গুরুতর আঘাতে সম্পূর্ণ সুস্থ হতে অনেক সময় লাগতে পারে। 

তিনি আরও জানান, দীর্ঘ এ সময় সবাইকে আমরা এনামের পাশে চাই। আপনারা যে যেভাবে পারেন, সবাই এনামকে সাহায্য করার চেষ্টা করবেন। 

এনাম সিদ্দিকী বলেন, আমি মানুষকে দান করতে পছন্দ করতাম। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১ লাখ অনুদানও দিয়েছি। কিন্তু এখন নিজেকেই হাত পেতে চাইতে হচ্ছে। আপনারা আমার পাসে না দাঁড়ালে আমার পরিবার নিঃস্ব হয়ে যাবে। আর্থিক সহযোগিতায় সরকারের সুদৃষ্টি কামনা করেছে এনামের পরিবার।

Read Entire Article